শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ২২:০৬

হাজীগঞ্জ থানায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ থানায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন

হাজীগঞ্জ থানায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে থানা কমপ্লেক্স অভ্যন্তরে এ বুথ স্থাপন করা হয়। এ বুথের মাধ্যমে থানা পুলিশের পাশাপাশি থানা সেবা নিতে আসা লোকজন করোনা প্রতিরোধের জন্য হ্যান্ড স্যনিটাইজারসহ নতুন মাস্ক ব্যবহারের সুবিধা পাবেন। মূলত: মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট্রের প্রেসিডিয়াম সদস্য, শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদেরী এ বুথ প্রদান করেন। বুখের চাবি বুঝে নেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ।

জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র কো-চেয়ারম্যান, চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদেরী । থানায় বুথ স্থাপন শেষে করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদেরী। এ সময় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, দ্বিতীয় কর্মকর্তা (উপ-পরিদর্শক) সৈয়দ মোশরফ হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে এবং শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল’র পরামর্শক্রমে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের তত্ত¡াবধানে এই করোনা বুথ স্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়