শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১৭:২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের প্রতিটি সদস্য ছিলেন শতভাগ দেশপ্রেমিক

--------------------মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের প্রতিটি সদস্য ছিলেন শতভাগ দেশপ্রেমিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকালে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন পৌর মেয়রসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের প্রতিটি সদস্য ছিলেন শতভাগ দেশপ্রেমিক। তাই বঙ্গবন্ধু তার জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটালেও এনিয়ে তার পরিবারের সদস্যদের কোন আক্ষেপ ছিল না। শেখ কামালের জন্মের কিছুদিন পরই জেলে যেতে হয় বঙ্গবন্ধুকে। তিনি যখন জেল থেকে বের হন, তখন শেখ কামালের বয়স তিন বছরের বেশি। তিনি কখনো বাবাকে দেখেন নি। তাই বড় বোন শেখ হাসিনাকে বলেন, ‘হাসু আপা তোমার বাবাকে আমি বাবা ডাকতে পারি ’। এই হলো বঙ্গবন্ধুর পরিবার। তিনি বলেন, শেখ কামাল শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না। তিনি ছিলেন একজন ক্রীড়া ও সংস্কৃতি প্রেমি। আবাহনী ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা শেখ কামাল ছায়ানটের সদস্য ছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ছিলেন। মৃত্যুর পূর্ব দিন ১৪ আগষ্ট তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসেন। তিনি আজ বেঁেচ থাকলে হয়তবা বাংলাদেশ তার অন্যন্য প্রতিভার স্বাক্ষর রাখতে পারতেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়