শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০৩

চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উপদেষ্টা, স্টিয়ারিং কমিটি, উদযাপন পরিষদ ও উপ-কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উপদেষ্টা, স্টিয়ারিং কমিটি, উদযাপন পরিষদ ও উপ-কমিটি অনুমোদন

চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২২-এর উপদেষ্টা পর্ষদ, স্টিয়ারিং কমিটি, উদ্যাপন পরিষদ ও উপ-কমিটিগুলো অনুমোদন দেয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রধান উপদেষ্টা ডাঃ দীপু মনি ২০২২ সালের মুক্তিযুদ্ধের বিজয় মেলার কমিটিগুলো দেখে কিছুটা রদবদল সাপেক্ষে অনুমোদনের জন্য স্টিয়ারিং কমিটির সভাপতি বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদকে প্রকাশ করার জন্য অনুরোধক্রমে নির্দেশনা দিয়েছেন। গতকাল ২৩ নভেম্বর বুধবার অনুমোদিত কপি হাতে পাওয়ার পর তিনি (এমএ ওয়াদুদ) স্থানীয় পত্রিকা সমূহে প্রকাশের জন্যে প্রেরণ করেন।

চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২২-এর উপদেষ্টামণ্ডলীর প্রধান উপদেষ্টা স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, উপদেষ্টামণ্ডলীর সম্পাদক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এবং সম্মানিত উপদেষ্টা : চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু, বিশিষ্ট রাজনীতিবিদ সফিউদ্দিন আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ইউসুফ গাজী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ আঃ হামিদ মাস্টার, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। স্টিয়ারিং কমিটির সভাপতি : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, সহ-সভাপতি : মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক : মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন পাঠান ও স্টিয়ারিং কমিটির নির্বাহী সদস্যরা হলেন : মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ শেখ আব্দুল লতিফ, মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক মহাসচিব শহীদ পাটোয়ারী, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, জেলা ইউনিটের সভাপতি জাফর ইকবাল মুন্না। উদ্যাপন পরিষদের চেয়ারম্যান : জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, ভাইস চেয়ারম্যানরা হলেন : বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুল আলম চিশতী, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, কাজী শাহাদাত, আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সাহির হোসেন পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি সাহা, গোলাম মোস্তফা বাবু, গিয়াসউদ্দিন মিলন, ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, আবু নাছের পাটওয়ারী বাচ্চু, মোহাম্মদ আলী মাঝি ও আবদুর রহমান। মহাসচিব : হারুন আল রশীদ, যুগ্ম মহাসচিবরা হলেন : অ্যাডঃ সায়েদুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান টুটুল, অ্যাডঃ সাইফ উদ্দিন বাবু, অ্যাডঃ হেলাল হোসাইন, শেখ মোঃ মোতালেব, ফেরদাউস মোর্শেদ জুয়েল, আতাউর রহমান পাটওয়ারী, সুকদেব রায়, শরীফ চৌধুরী, রহিম বাদশা, মির্জা জাকির, সোহেল রুশদী, এ এইচ এম আহসান উল্লাহ্, মাহবুবুর রহমান সুমন, রিয়াদ ফেরদৌস, মনোজ আচার্যী ও জয়নাল আবেদীন জনু। নির্বাহী সদস্যরা হলেন : সন্তোষ দাস, অজয় কুমার ভৌমিক, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অধ্যাপিকা মাসুদা নূর খান, আইয়ুব আলী বেপারী, জাহাঙ্গীর হোসেন বেপারী, ইকবাল হোসেন পাটওয়ারী, জাকির মিয়াজী, রফিকুল ইসলাম ভূঁইয়া, তৌহিদুল ইসলাম চপল, মোঃ আবু পাটওয়ারী, আবুল বারাকাত রেজওয়ান, কাকন সফিউল্লাহ্, মোঃ জহির উদ্দিন, মোঃ সাদ্দাম হোসেন খান, ডাঃ মাসুদ হাসান, ফরিদা ইলিয়াছ (কাউন্সিলর), রূপালী চম্পক, রুমা সরকার, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রানা (কাউন্সিলর), জিএম শাহীন, আরিফ রাসেল, অ্যাডঃ হুমায়ূন কবীর সুমন, হাবিবুর রহমান দর্জি (কাউন্সিলর), আবুল বারাকাত লিজন পাটওয়ারী, আল ইমরান শোভন, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী (কাউন্সিলর), জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, ফারুক হোসেন ভূঁইয়া, আমির হোসেন বাপ্পী, ডাঃ শেখ মহসিন, রাজন চন্দ্র দে ও বিপ্লব সরকার। মঞ্চ ও অনুষ্ঠান পরিষদ : আহ্বায়ক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু ও সদস্য সচিব মানিক দাস, সমন্বয়কারী : অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, আফসার বাবু, মোঃ রাজিব চৌধুরী, সোলাইমান হোসেন, এমএইচ বাতেন, মুন্না ঘোষ, শেখ আল মামুন, এসএম সোহেল, মাজহারুল ইসলাম অনিক। মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি সংরক্ষণ পরিষদ : আহ্বায়ক মনির হোসেন মান্না ও সদস্য সচিব অভিজিৎ রায়, সমন্বয়কারী : দিদারুল আলম চৌধুরী, ইমাম হোসেন, শাহজাহান খান, বদিউজ্জামান মুন্না, শাহরিয়া পলাশ, বাপ্পী চৌধুরী, রাশেদুল রাব্বী ও মাছুম বেপারী। সাংস্কৃতিক পরিষদ : আহ্বায়ক তপন সরকার ও সদস্য সচিব মৃণাল সরকার, সমন্বয়কারী : কৃষ্ণা সাহা, জহির উদ্দিন বাবর, অ্যাডঃ আবুল কালাম সরকার, অনিতা কর্মকার, অনিমা সেন চৌধুরী, নীলিমা হারুন অনু, শিপ্রা মজুমদার, সোমা দত্ত, অ্যাডঃ বিশ্বজিৎ কর রানা, শুভ্র রক্ষিত ও সুলতানা আক্তার সেতু। নাট্য পরিষদ : আহ্বায়ক গোবিন্দ মণ্ডল ও সদস্য সচিব এম আর ইসলাম বাবু, সমন্বয়কারী : মানিক পোদ্দার, মোবারক হোসেন শিকদার, মাহবুব আলম, তবিবুর রহমান রিংকু, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, পিএম বিল্লাল হোসাইন, নূরে আলম নয়ন, সাধন দত্ত ও সাদ্দাম হোসেন। স্মৃতিচারণ পরিষদ : আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী, সমন্বয়কারী : বীর মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা সোহেব আলী ও বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার। অর্থ ও হিসাব নিরক্ষণ পরিষদ : আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার দেলোয়ার হোসেন এবং সকল উপ-পরিষদের আহ্বায়কগণ পদাধিকার বলে এ কমিটির সদস্য। সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিষদ : আহ্বায়ক : কেএম মাসুদ ও সদস্য সচিব ফরিদ হাসান, সমন্বয়কারী : অজিত দত্ত, মিজান লিটন, কামরুল ইসলাম, আশিক বিন রহিম ও জিএম লিটন ও ফাতেমাতুজ জোহরা। স্বেচ্ছাসেবক পরিষদ : আহ্বায়ক সুফী খায়রুল আলম খোকন ও সদস্য সচিব মাসুদ দেওয়ান, সমন্বয়কারী রাহাত উদ্দিন, সাইফুল ইসলাম, আরিফ হোসেন অপু ও ইয়াছমিন আক্তার ইভা ও শ্রাবণী আক্তার।

পত্রিকান্তরে প্রকাশের সাথে সাথে মুক্তিযুদ্ধের বিজয় মেলার সকল উপ-কমিটি স্ব স্ব সভা ডেকে প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২২ এর চেয়ারম্যান ও মহাসচিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়