বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ জুন ২০২১, ১৩:৫০

মতলব উত্তরে আওয়ামী লীগের দুই গ্রুপে উত্তেজনায় পুলিশ ফোর্স মোতায়েন

স্টাফ রিপোর্টার
মতলব উত্তরে আওয়ামী লীগের দুই গ্রুপে উত্তেজনায় পুলিশ ফোর্স মোতায়েন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্য উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল ও সাবেক মন্ত্রীর গ্রুপের

মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুন) সকাল ৮ টার সময় মোহনপুর ছাড়াকান্দি লনি মিজির বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ও মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাকে শান্ত রাখার জন্য পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আগে মতলব উত্তর ও দক্ষিণ এলাকার এমপি ছিলেন পরবর্তীতে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন আরেক কেন্দ্রীয় নেতা রুহুল আমিন রুহুল। মূলত এই দুই নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

স্থানীয়ভাবে কাজী মিজান রুহুল আমিন রুহুল এমপির অপরদিকে আহাদ খালাসী নামে অপরজন মায়া চৌধুরীর লোক। এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যকার সৃষ্ট বিরোধই উত্তেজনা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ককটেল বা বোমা বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়