প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১০:৪৪
চাঁদপুর সদর হাসপাতালে করোনা রোগী সামাল দিতে হিমশিম অবস্থা
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল করোনা ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলছে। ঈদের আগের দিন রাত বারোটা থেকে ঈদের দিন রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩৬ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্য করোনা পজেটিভ ১০ জন এবং বাদবাকী রোগীকে উপসর্গ হিসেবে (সাসপেকটেড) ভর্তি করা হয়।
|আরো খবর
সরজমিনে হাসপাতাল গিয়ে জরুরি বিভাগের রেজিস্টার খাতা পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়। ঈদের দিন ২১ জুলাই রাত সাড়ে ১১টার সময় আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ায় সাজেদা বেগম (৬০) নামে একজন নারী মারা যায়। এদিন সন্ধ্যায় রোগীটি ভর্তি হয়েছিলো। মারা যাওয়া নারীর বাড়ি মতলব মাছুয়াখাল এলাকায় বলে স্বজনরা জানিয়েছেন।
এ দিকে, চাঁদপুর জেলা হাসপাতালের আরএমও (করোনা ফোকাল পার্সন) ডাঃ সুজাউদৌলা রুবেল ও জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সাগর জানান,করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েই চলছে। ভাইরাসের ব্যাপক সামাজিক সংক্রমণের কারণে এখন চাঁদপুর শহরের বাইরেও প্রত্যন্ত এলাকায় প্রচুর রোগী শনাক্ত হচ্ছে।
বুধবার পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯০ জন চিকিৎসা নিচ্ছেন। রোগী ভর্তি রয়েছে ৯০ জন। এদিকে ,হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও একটি ওয়ার্ড করোনা রোগীদের জন্য প্রস্তুত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অসংখ্য রোগীর চাপে চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মিদের হিমশিম অবস্থা।