প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১৭:১১
শাহরাস্তিতে কোরবানির পশুর হাটে মানুষের উপচেপড়া ভিড়
শাহরাস্তি উপজেলার প্রধান কোরবানির পশুর হাট বসেছে উপজেলার প্রাণকেন্দ্র নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। আজ শুক্রবার সকাল থেকেই কোরবানির পশু নিয়ে বিক্রেতারা হাজির হন। কোরবানির পশু কিনতে মাঠে শত শত ক্রেতা উপস্থিত হন। সকাল থেকে বিকেল পর্যন্ত পশুর হাটে মানুষের ঢল নামে। এসময় কাউকেই স্বাস্হ বিধি মেনে চলতে দেখা যায়নি। ইজারাদারের পক্ষ থেকেও তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। কোরবানির পশুর হাট দখলে বুঝার উপায় নেই দেশে করোনা মহামারী চলছে। ইজারাদারের ভয়ে এ ব্যাপারে কেউ প্রতিবাদ করতেও সাহস পায়নি। বেশ কিছুক্ষণ বাজারে দৃশ্য দেখে কোন আইন শৃংখলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। সরকারের পক্ষ থেকে বারবার স্বাস্হবিধির কথা বলা হলেও ইজারাদার, ক্রেতা, বিক্রেতা কারোই এটিকে আমলে নিতে দেখা যায়নি। উপস্থিত শতশত লোকের মুখে ছিলোনা মাস্ক। শাহরাস্তিতে বর্তমানে করোনার উদ্দগতি , এভাবে চলতে থাকলে করোনা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে অনেকেই মনে করছেন।