প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২১:২৫
কচুয়ায় রোগী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

কচুয়ায় উৎসবমুখর পরিবেশে রোগী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬টি পদে হয় প্রতিদ্বন্দ্বিতা। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
|আরো খবর
নির্বাচনে ২৩২ ভোটারের মধ্যে ১৯৪জন ভোটাধিকার প্রয়োগ করেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাব্বির হোসেন ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী ইমরান খান পান ৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক সাইম ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন ৫৩ ভোট পান। কোষাধাক্ষ পদে একেএম জাহাঙ্গীর হোসেন সুমন ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী ফয়সাল হোসেন ৬৭ ভোট পান। সমাজকল্যাণ সম্পাদক পদে আবু সাঈদ ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম রিজন ৮৯ ভোট পান। প্রচার সম্পাদক পদে ইমাম হাসান ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম ৫৬ ভোট পান। নির্বাহী সদস্য (পুরুষ) মো. ইমাম হোসেন ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া পান ৭৯ ভোট। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিউলি বেগম।
নির্বাচিতরা রোগী কল্যাণ সমিতির আগামী দিনে রোগীদের স্বার্থ বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।







