প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে একদিনে ৭৪ জনের করোনা শনাক্ত
শনাক্তের হার ৪২.২৮ ভাগ
চাঁদপুর জেলায় একদিনে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার দিন শেষে রাত সোয়া ১১টায় প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা যায়। সূত্র থেকে আরো জানা যায়, ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৭৪ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলো ৫৪৮০ জন।
|আরো খবর
চাঁদপুর জেলায় করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ মাসে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের হার ছিলো গতকাল। গতকাল শনাক্তের হার হচ্ছে ৪২.২৮ ভাগ। এর আগে মঙ্গলবার ছিলো এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের হার। এদিন শনাক্তের হার ছিলো ৪৭.৭২ ভাগ। গতকাল নতুন করে যে ৭৪ জনের করেনা শনাক্ত হয়েছে তাদের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ২৭, মতলব দক্ষিণে ১৮, হাজীগঞ্জে ৭, শাহরাস্তিতে ৮, ফরিদগঞ্জে ৭, কচুয়ায় ৪, হাইমচরে ২ ও মতলব উত্তরে ১ জন।