বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০২:২৬

শাহতলী বাজারে কবিরাজ হানিফের প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন?

আসেন বিনা পয়সায় চিকিৎসা করি'।। অন্তরালে অন্য কিছু?

নিজস্ব সংবাদদাতা
আসেন বিনা পয়সায় চিকিৎসা করি'।। অন্তরালে অন্য কিছু?
ছবি : প্রতীকী

'আসেন আসেন বিনা পয়সায় চিকিৎসা করি। যে কোনো তদবির দিয়ে থাকি'—এমন আকর্ষণীয় ডাক শুনে শাহতলী বাজারের পথচারীরা থমকে দাঁড়ায়। আর এই ডাকের মালিক হচ্ছেন কবিরাজ হানিফ।

চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের রূপালী ব্যাংক রোডের পশ্চিম মাথায় তার দোকানটি অবস্থিত। দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি চলে কবিরাজি। দোকানের সামনের পথ দিয়ে কোনো নারী গেলে হানিফ বলেন, 'আসেন বিনা পয়সায় তদবির করে থাকি'। এমন কথায় অনেকেই আকৃষ্ট হলেও, পরবর্তীতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, 'বিনামূল্যের' নামে প্রতারণা চলছে দিনের পর দিন। রোগী ডেকে এনে নানা রকম তদবির দেওয়া হয়, আর শেষে দাবি করা হয় ‘ইচ্ছায় যা দেন’। কিন্তু রোগীর কাছ থেকে গোপনে নেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, হানিফ আগে কখনো কবিরাজি করতেন না। দোকান খোলার পর থেকে তিনি কবিরাজি শুরু করেন। রোগীদের কাছে নিজেকে অভিজ্ঞ বলে দাবি করলেও আসলে তার কোনো পরিচিত চিকিৎসা শিক্ষা নেই।

এই বাজারে স্থানীয়দের মতে, প্রকৃত কবিরাজ মাত্র দু’জন। তারা হলেন: রফিকুল ইসলাম ও ক্বারী ওয়াদুদ। এ ছাড়া অন্যরা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে কবিরাজির আড়ালে রোগীদের ঠকাচ্ছেন।

অনেকে প্রশ্ন তুলছেন, বিনা মূল্যে চিকিৎসা করার নামে প্রতারণা কি প্রশাসনের নজরে আসছে না? বাজার ব্যবস্থাপনা কমিটি বা স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সেটি এখনো পরিষ্কার নয়।

চাঁদপুর সদরসহ আশপাশের এলাকার সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, 'অবিলম্বে এমন ভুয়া কবিরাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে'

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়