বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩

ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ

মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান
ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। শিক্ষার্থীরা হচ্ছে একাদশ শ্রেণির শিক্ষার্থী আকলিমা আক্তার (১৭), দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার (১৭) ও ফাতেমা আক্তার নিশি (১৮)।

এ ব্যাপারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনে আমরা প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে ক্যাম্পাসে প্রবেশ করাচ্ছি। কারো তাপমাত্রা একটু বেশি হলেই ওই শিক্ষার্থীর করোনা পরীক্ষার ব্যবস্থা নিচ্ছি। স্বাস্থ্য বিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা করা হচ্ছে।

কলেজ ছাত্রী নিবাসে উঠতে ইচ্ছুক এমন ৫০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৩ শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

আজ বুধবার উক্ত ৩ শিক্ষার্থীর করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাদের অভিভাবকদের কলেজে ডেকে এনে করোনা শনাক্ত শিক্ষার্থীদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার আমরা সর্বোচ্চ সচেতনা রক্ষা করে আসছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়