শনিবার, ১০ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:৩৯

চাঁদপুর শহরে অধিকাংশ প্রাইভেট হাসপাতালেই নেই লাইসেন্স অনুযায়ী বেড ও নার্স

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে অধিকাংশ প্রাইভেট হাসপাতালেই নেই লাইসেন্স অনুযায়ী বেড ও নার্স

চাঁদপুর শহরে যত্রতত্র গড়ে উঠেছে হাসপাতাল ও ডায়গানস্টিক সেন্টার।যেগুলোর সেবার মানসহ নানা সমস্যার অভিযোগ দীর্ঘদিনের। আর এসব অভিযোগকে আমলে নিয়েই মাঠে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দিনব্যাপী বিভিন্ন হাসপাতাল ও ডায়গানস্টিক সেন্টার পরিদর্শন করে প্রশাসন। যার নেতৃত্বে ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

সেবাপ্রার্থীদের অভিযোগ, শহরে গড়ে ওঠা ডায়গানস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে নেই লাইসেন্স অনুযায়ী বেড এবং নার্স। ১ বেডের অনুপাতে ২ জন নার্স থাকার কথা থাকলেও তা রাখা হয়নি। নবায়ন নেই অনেক হাসপাতাল ও ডায়গানস্টিক সেন্টারের লাইসেন্সও। এছাড়াও এগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা, সুন্দর ও পরিষ্কার পরিছন্ন পরিবেশ, পর্যাপ্ত চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট না রাখা এবং অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে।

এমন নানা অভিযোগকে গুরুত্ব দিয়ে মাঠে নেমে হাসপাতাল পরিদর্শনে এসে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, আমরা আইনানুগভাবে চিকিৎসা কেন্দ্রগুলোতে মান অক্ষুণ্ন রাখা ও ভালো স্বাস্থ্য সেবা পেতে তৎপরতা অব্যাহত রেখেছি। বেশিরভাগ জায়গায় হাসপাতালগুলোর পরিবেশ ভালো, আবার অনেক জায়গায় লাইসেন্স হালনাগাদ করা নেই। হাসপাতালগুলোতে বেড এবং লাইসেন্স অনুযায়ী যে ক’জন নার্স থাকার দরকার সেটা নিয়ে ত্রুটি-বিচ্যুতি আমরা পেয়েছি। আমরা এগুলোকে অভিযানের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়