প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২১:০১
বিশ্ব কিডনি দিবসে চাঁদপুরে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের বর্ণাঢ্য র্যালি

'কিডনি রোগ জীবননাশা-প্রতিরোধই বাঁচার আশা' এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় চাঁদপুরেও যথাযথ গুরুত্বের সাথে বিশ্ব কিডনি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। কিডনি বিষয়ক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার-চাঁদপুর-এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকালে সংস্থাটি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে সকাল ১০টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ক্যাম্পস কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের কয়েকটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এছাড়া এদিন বিভিন্ন পথচারীর মাঝে টি-শার্ট বিতরণ ও সচেতনতামূলক আলোচনা করে প্রতিষ্ঠানটি। উপস্থিত ছিলেন চাঁদপুর ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের পরিচালক মো. আব্দুল্লাহ আল মুবিন, মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম, নার্স জুলেখা খাতুনসহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন ক্যাম্পস-এর পরিচালক মো. আব্দুল্লাহ আল মুবিন।
তিনি বলেন, সর্বনাশা কিডনী রোগ থেকে বাঁচতে আমাদের সকলের সচেতনতা জরুরি। এছাড়া কিডনী সুস্থ রাখতে তিনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, বিশ্ব কিডনি দিবস-২০২৫-এর প্রতিপাদ্যের আলোকেই ক্যাম্পস তার এ বছরের সকল আয়োজন সাজিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে। বর্তমানে ৮৫ কোটির অধিক লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্য, এর মধ্যে ৭৫ কোটি রোগী জানে না যে মরণঘাতী কিডনি রোগ নীরবে তাদের কিডনি নষ্ট করে চলেছে। প্রতি বছর ১ কোটি ৩০ লাখ লোক আকস্মিক
কিডনি বিকল রোগে আক্রান্ত হয়। যার ৮৫ ভাগই আমাদের মতো উন্নয়নশীল দেশে। উন্নত দেশে কিডনি বিকলের চিকিৎসা করতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছে।
একবার কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা
ডায়ালাইসিস। কিন্তু এই চিকিৎসা এতোটাই ব্যয়বহুল যে, শতকরা ১০ জন কিডনি বিকল রোগী তা বহন করতে পারে না। তাই মরণঘাতী কিডনি বিকল প্রতিরোধ করতে হলে সচেতনতার প্রয়োজন। সুস্থ জীবন ধারার প্রধান সোপান গুলো হলো যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করা, পরিমিত স্বাস্থ্যসম্মত বা সুষম খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার করা, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা, তীব্র মাত্রার ব্যথার ঔষধ পরিহার করা।
উল্লেখ্য, কিডনি রোগের সুলভে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ক্যাম্পস ইতোমধ্যে ঢাকার পাশাপাশি মাদারীপুর, চাঁদপুর, টাঙ্গাইল, সখিপুর, নবাবগঞ্জ, ঝিনাইদহ ও ঘাটাইল শহরে কিডনি সেবা কেন্দ্র ও ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করেছে।