প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:৩৬
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাডভোকেসী সভা
সুস্থ সবল প্রজন্ম গড়তে শিশুদের যত্ন নিতে হবে
.......ইউএনও সুলতানা রাজিয়া

আসন্ন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে।
|আরো খবর
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ সবল প্রজন্মের জন্যে আমাদেরকে শিশুর যত্ন নিতে হবে। এ কাজে আরো অংশীজন যুক্ত করা দরকার। ভালো কাজে প্রচার বেশি প্রয়োজন। যত বেশি প্রচার হবে তত সুফল পাবে তৃণমূল পর্যায়ের মানুষ। সে ক্ষেত্রে স্ব স্ব স্থান থেকে সবার ভূমিকা নিতে হবে। ভিটামিন খাওয়ানোর পাশাপাশি প্রসব পরবর্তী মায়েদের খাবার-দাবারসহ প্রয়োজনীয় যত্ন নিয়ে সচেতন করতে হবে। এ সময় কোন্ কোন্ খাবার খাওয়া উচিত সে সম্পর্কে সচেতন করতে হবে। আমাদের দেশের চিকিৎসকরা অনেক মেধাবী। তাদের মেধার কারণে আমাদের দেশে শিশু মৃত্যুহার প্রায় শূন্যের কোটায়। ফরিদগঞ্জে গত রাউন্ডে শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, মেডিকেল অফিসার ডা. মোজাম্মেল প্রমুখ।
বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাকক্ষে অ্যাডভোকেসী সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। পুরো উপজেলায় মোট ৩৮৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬,৪৩০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৫১,৭১৮ জন। গত রাউন্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার শতভাগ। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার ৯৯ শতাংশ।