মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

৫ দফা দাবিতে 'কমপ্লিট শাটডাউন' চাঁদপুর মেডিকেল কলেজ

রবিউল হাসান
৫ দফা দাবিতে 'কমপ্লিট শাটডাউন' চাঁদপুর মেডিকেল কলেজ

এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেয়া বন্ধসহ ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা ও ওয়ার্ড বর্জনের পাশাপাশি মানববন্ধন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।একই দাবিতে ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে আছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর মেডিকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

ইন্টার্ন চিকিৎসক সফওয়াত সাইফ উল্লাহ (নাফিস) বলেন, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না, স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসন ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে এবং নামে বেনামে সকল ম্যাটস বন্ধ করতে হবে।

ইন্টার্ন চিকিৎসক সাফায়াত সাজিদ বলেন, এমবিবিএস এবং বিডিএস-এর একজন শিক্ষার্থী ৫ বছর পড়াশোনা করে ডাক্তার ডিগ্রি অর্জন করে। কিন্তু অন্যদিকে শর্ট কোর্স করে ম্যাটস এবং ডিএমএফরা নিজেদের নামের আগে ডাক্তার ব্যবহার করছে। 'ডাক্তার' পদবী ব্যবহার নিয়ে ৯০ বারের মতো রিট পিছানো হয়েছে।

চাঁদপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী জোবায়ের আল রশিদ মুন বলেন, দীর্ঘদিন যাবত চলমান স্বাস্থ্যখাতে অরাজকতা এবং অপব্যবস্থাপনা চলছে। এর একটি স্থায়ী এবং সুষ্ঠু নিরসন হতে হবে। ম্যাটস এবং ডিএমএফরা ডাক্তার পদবী ব্যবহার করে মানুষকে হয়রানি করছেন এবং চিকিৎসা খাতে খারাপ প্রভাব ফেলছে।

এদিকে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ চার দফা দাবিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় বিক্ষোভ করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সরকারের আশ্বাসে তাদের বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে। এবার সারাদেশে পাল্টা কর্মসূচি দিলেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়