প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১৯
শ্রীনগরে গুরুতর অসুস্থ বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জাকির লস্কর, দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান
দৈনিক দেশসেবা পত্রিকার সহকারী সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা মুন্সীগঞ্জের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জাকির লস্কর গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
|আরো খবর
গত ২১ ডিসেম্বর বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীনগর উপজেলার নায়েবে আমীর মোহাম্মদ ওমর ফারুক মোল্লা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি মোহাম্মদ জাকির লস্করের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং দেশবাসীকেও তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
এছাড়াও তাকে দেখতে হাসপাতালে আসেন মুন্সীগঞ্জ মজলিসে শুরা সদস্য ও বাঘড়া ইউপি সদস্য হাফেজ মজিবুর রহমান, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আছলাম, এবং মিডিয়া ফোরামের সদস্য হামিদুর রহমান।
বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জাকির লস্কর দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতায় অনবদ্য ভূমিকা রেখে আসছেন। তার এই অসুস্থতায় স্থানীয় সাংবাদিক মহল, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সাংবাদিক মোহাম্মদ জাকির লস্করের দ্রুত আরোগ্য কামনায় সবাইকে প্রার্থনায় শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।