প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮
চাঁদপুর শহরে করোনার টিকা গ্রহণে অন্তহীন দুর্ভোগ
চাঁদপুর শহরে করোনার টিকা গ্রহণে নিয়মিত টিকাদান কার্যক্রমে দুর্ভোগের অন্ত নেই।
|আরো খবর
দূরদূরান্ত থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও লেডি প্রতিমা স্কুল কেন্দ্রে টিকা গ্রহণ করতে এসে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নারী টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড় দেখা গেছে। ভিড়ের চাপে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অনেক নারী অসুস্থ হয়ে পড়েন। বহু মানুষের ভিড় দেখে ফিরে যেতে হচ্ছে অনেককে।
এ পরিস্থিতিতে করোনার টিকা প্রদানের বুথ বাড়ানোর দাবি ভোক্তভুগীদের ৬ সেপ্টেম্বর সোমবার বেলা বারোটার সময় লেডি প্রতিমা স্কুল টিকা কেন্দ্রে এমন দৃশ্যই দেখা গেছে।