প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৮
রোববার থেকে পুনরায় শুরু টিকাদান কার্যক্রম
সিনোফার্মার ১ লক্ষ ৫ হাজার টিকা চাঁদপুরে এসেছে
টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ ৫ সেপ্টেম্বর সকাল থেকে চাঁদপুরে পুনারায় শুরু হচ্ছে সিনোফার্মার করোনা টিকা প্রদান কর্মসূচি। ৪ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ১ লক্ষ ৫ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে বলে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
|আরো খবর
তিনি জানান, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক লক্ষ ৫ হাজার টিকা গ্রহন করেছি। ইনশাল্লাহ ৫ সেপ্টেম্বর রোববার সকাল নয়টা থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে এবং পাশে লেডি প্রতিমা স্কুলে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। যারা রেজিস্ট্রেশন করেছেন এবং পূর্বে মেসেজ পেয়েছেন তাদের পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়েও টিকা প্রদান শুরু হবে।
উল্লেখ্য, চাঁদপুরে টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় গত ৩০ আগস্ট থেকে চাঁদপুরে করোনার টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টিকা প্রাপ্তিতে ফের শুরু হচ্ছে এই টিকা দেওয়া।