শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৫

মতলবে ট্রমা হাসপাতাল সীলগালা \ ৩০ হাজার টাকা জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ট্রমা হাসপাতাল সীলগালা \ ৩০ হাজার টাকা জরিমানা
মতলব পৌর এলাকায় কলেজ রোডে ট্রমা কেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় হাসপাতালটি সীলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) তাসনিম আক্তার এ জরিমানা করেছেন। হাসপাতালটি সীলগালা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোঃ মুহিবুল্লাহ সৌরভ।
সরজমিনে দেখা যায়, ট্রমা কেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ও লাইসেন্স প্রাপ্তির শর্ত ভঙ্গ করায় হাসপাতালটি সীলগালা ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বজ্র রাখার পাত্র না থাকার কারণে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাশিফ মোহাম্মদ, স্যানিটারী ইন্সপেক্টর খোরশেদ আলমসহ উপজেলা স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোঃ মুহিবুল্লাহ সৌরভ জানান, ওই হাসপাতালটির লাইসেন্স করানোর জন্য বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। হাসপাতালটির লাইসেন্স না থাকায় সীলগালা করা হয়েছে। মতলবের বিভিন্ন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা ও পর্যবেক্ষন অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভ‚মি) তাসনিম আক্তার বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বজ্র রাখার পাত্র না থাকার কারণে জরিমানা করা হয়েছে।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়