বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৩

শ্রীনগরে খোলামেলা নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে শাহী নাস্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকি

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে খোলামেলা নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে শাহী নাস্তা  স্বাস্থ্যের জন্য ঝুঁকি

শ্রীনগরে খোলামেলা নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে শাহী নাস্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকি ।মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় প্রতিদিন ভোর হতে সকাল দশটা পর্যন্ত বিভিন্ন বাজারে রাস্তা ঘাটে ফুটপাতে খোলা মেলা নোংরা পরিবেশে সকালের নাস্তা হিসাবে বিক্রি হচ্ছে শাহী নাস্তা হালুয়া ও রুটি। রাস্তা ঘাটে চলমান শ্রমজীবী মানুষ বিশেষ করে যারা খুব ভোরে ঘুম হতে ঠেনএবং সকালের নাস্তা না খেয়ে বের হন কাজের সন্ধানে ও স্থানীয় দোকানদার তারাই এ শাহী নাস্তার ক্রেতা।শাহি নাস্তার বিক্রেতা আব্দুল মজিদ এ প্রতিনিধিকে জানান, রাতের বেলা রুটি এবং হালুয়া তৈয়ার করেন,খুব ভোরে তার তৈরিকৃত রুটি ও হালুয়া দুটি প্লেটে ভিন্ন ভাবে সাজিয়ে শাল কাপড় দিয়ে ঢেকে রাস্তায় ঘুরে ঘুরে তা বিক্রি করেন।শাহী নাস্তা বিক্রি করে যা লাভ হয় তা দিয়ে চলে তার সংসার।কাঠুরে হালিম খুব সকালে নাস্তা না খেয়ে ঘর হতে বের হয়েছেন কাঠ কাটতে। সকাল ন'টায় দাড়িয়ে ছিলেন রাস্তার পাশে এ সময় শাহী নাস্তার গাড়িটি তার সম্মুখ দিয়ে পার হচ্ছিল তখন তিনি ২০ টাকারশাহি নাস্তা কিনলেন। তিনি জানান, তিনি একজন হতদরিদ্র মানুষ দিন আনেন দিন খান।

রেস্তোরাঁ খাবারের মান ভালো হলেও দাম বেশি। স্বল্প দামে নাস্তা পাওয়া যায় শাহী নোংরা পরিবেশেদোকানদারের কাছে।তাই তিনি ফুটপাত হতেই নাস্তা সংগ্রহ করে এবং তা খেয়ে থাকেন।বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রাজ্জাক জানান,খোলামেলা পরিবেশে এসব শাহী নাস্তা নামে নোংরা খাবার না, খাওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন। এ শাহি নাস্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকি এসব নাস্তা খাবারের ফলে,ডায়রিয়া আমশায়মতো রোগহতে পারে। বিক্রেতা যে কাপড়টি দিয়ে রুটি ও হালুয়া ঢেকে রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়