মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনা টিকার জন্যে ৪ লাখ ৪১ হাজার আবেদন

সোমবার থেকে আবার সিনোফার্মার টিকা

চাঁদপুরে করোনা টিকার জন্যে ৪ লাখ ৪১ হাজার আবেদন
মিজানুর রহমান ॥

চাঁদপুরে করোনা টিকার জন্যে এ পর্যন্ত আবেদন করেছেন ৪ লাখ ৪১ হাজার জন। এর মধ্যে প্রায় আড়াই লাখ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।

তিনি জানান, সিনোফার্মার প্রথম ডোজ টিকা আপাতত আমাদের হাতে নেই। যে পরিমাণ ছিলো বৃহস্পতিবার পর্যন্ত আমরা কভার করেছি। আগামী রোববার আমাদের কাছে আরও টিকা এসে পৌঁছাবে। এরপর সোমবার থেকে আবার প্রথম ও দ্বিতীয় ডোজ সিনোফার্মার টিকা দেয়া শুরু করবো।

তিনি বলেন, এখন যে দু-তিনদিন সময় আছে আমরা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা যাদের বাকি রয়েছে ওটা শেষ করবো।

সিভিল সার্জন বলেন, করোনা মহামারিতে টিকা চলমান প্রক্রিয়া। টিকা আসবে এবং টিকাপ্রাপ্তিতে যারা আবেদন করেছেন তাদের দেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ টিকা পরিস্থিতি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ এ কর্মকর্তার সাথে আলাপকালে তিনি চাঁদপুর কণ্ঠকে এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়