বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০১:৪৮

গুরুতর অবস্থায় চলে যাচ্ছে করোনা রোগী-পথেই

অনলাইন ডেস্ক
গুরুতর অবস্থায় চলে যাচ্ছে করোনা রোগী-পথেই

ডিএনসিসি করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন জানান বিভিন্ন জেলা থেকে আসা করোনা রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যাচ্ছে। ফলে তাদের সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ডেল্টার ধরন নারীদের মধ্যে সংক্রমণের মাত্রা আগের চেয়ে দ্বিগুণ।

এ প্রসংগে তিনি বলেন, ‘আমাদের এখানে যেসব রোগী এসেছে তার ৪৫ ভাগই নারী, যা আগেরবার ছিলো ২০ ভাগ। এ থেকেই বোঝা যাচ্ছে, করোনা এখন আর নারী-পুরুষ মানছে না’। আগে যেখানে আক্রান্তদের মধ্যে বয়স্ক ছিলো বেশি, সেখানে এবার অনেক তরুণ বয়সের রোগীও হাসপাতালে আসছে। কম বয়সীদের মধ্যে অনেকে মারাও গিয়েছে। ডিএনসিসি হাসপাতালে ৭৫ ভাগই ঢাকার বাইরের রোগী।ব্রিগেডিয়ার জেনারেল নাসির বলেন, ‘যারা মুমূর্ষু হচ্ছে তারাই আসছে এবং যারা আসছে তাদের অক্সিজেন সেচুরেশন ৮০ বার তার নিচে। এ রকম অবস্থায় তারা ৬ থেকে ১২ ঘন্টা পথে থাকে। যেখানে তারা ৫ লিটার পার মিনিট অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসে এবং যখন আসে তখন সিলিন্ডার হয়তো শেষ অথবা খুবই কম ফ্লোতে অক্সিজেন যাচেছ।

‘লম্বা সময় অক্সিজেনের ঘাটতিতে থাকার ফলে যখন তারা হাসপাতালে পৌঁছায় তখন তাদের সেচুরেশন ৬০-৭০ বা ৫০-এ নেমে আসে। ৫০ হয়ে গেলে কিন্তু অলরেডি ব্রেন ডেথ হয়ে যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আসার পারে একদিনের মধ্যে মারা যাচ্ছে অনেকে’।

ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালের এই পরিচালক অনুরোধ করেন, আগামীতে যারা অনেক পথ পাড়ি দিয়ে ঢাকার হাসপাতালে আসার কথা ভাবছেন, ”তাদের স্বজনরা যেন পর্যাপ্ত অক্সিজেন নিয়ে বের হয়”।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়