বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ২০:৩৮

চাঁদপুরে পৌঁছেছে আরো ৮৩ হাজার ২শ’ করোনা টিকা

অ্যাস্ট্রাজেনেকার ১২ হাজার ও সিনোফার্মের ৭১ হাজার ২শ’ ডোজ টিকা

মিজানুর রহমান
চাঁদপুরে পৌঁছেছে আরো ৮৩ হাজার ২শ’ করোনা টিকা

চাঁদপুরে করোনাভাইরাসের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ১২ হাজার ও সিনোফার্মের ৭১ হাজার ২'শ ডোজ টিকা এসেছে। ৬ আগস্ট শুক্রবার সকাল সাড়ে নয়টার সময় এই টিকা নিয়ে ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বহনকারী একটি গাড়ি এসে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।

এ সময় টিকাগুলো গ্রহণ করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসারুল্লাহ। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় টিকা ভবনের কর্মকর্তা সবুজসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

চাঁদপুরে প্রথম দফায় করোনার টিকা দ্বিতীয় ডোজ যারা পাননি, তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেয়া হবে।আর চীনের তৈরি সিনোফার্মের ওই টিকা গণটিকাদান কর্মসূচি চালিয়ে নিতে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে। টিকার জন্য যারা নিবন্ধন করেছেন তাদের টিকা দেয়া অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়