বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৯:৪৩

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় ও উপসর্গে মৃত্যু ৪

অনলাইন ডেস্ক
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় ও উপসর্গে মৃত্যু ৪

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা পজিটিভ ১ জন এবং উপসর্গে ৩ জন মারা গেছেন। ২৯ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে পরদিন ভোর চারটার মধ্যে এই ৪ জনের মৃত্যু ঘটে। এদের মধ্যে ৩ জন হাইমচর উপজেলার এবং আরেকজন ফরিদগঞ্জ উপজেলার।

হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, হাইমচর উপজেলার আলগী বাজার এলাকার ফজল খান (৭৫) শুক্রবার ভোর চারটার দিকে হাসপাতালে মারা যান। তিনি করোনা পজিটিভ ছিলেন।

এর আগে রাত ১টায় মারা যান একই উপজেলার আলগী বাজার ছোটলক্ষ্মীপুর গ্রামের নাজমা বেগম (৭০) এবং একই সময় মারা যান হাইমচর চরভাঙ্গা গ্রামের আয়েশা (৩০)। এই ২ জনের করোনা উপসর্গ ছিল।

এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মারা যান ফরিদগঞ্জ চান্দ্রাবাজার এলাকার আব্দুল্লাহ ঢালী (৭০)। তারও করোনার উপসর্গ ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়