প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৮:০৫
২০২১-২২ বছরে, মা ও শিশু কার্যক্রমে
উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ কল্যানপুর পরিদর্শক
২০২১-২২ বছরে মা ও শিশু কার্যক্রমে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে চাঁদপুর সদর উপজেলায় শ্রেষ্ঠ কল্যানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক।
|আরো খবর
২১ জুলাই বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ উপলেক্ষে সন্মাননা স্মারক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. মোঃ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আসিফ মহিউদ্দিন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে ২০২১-২২ বছরে মা ও শিশু কার্যক্রমে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চাঁদপুর সদর উপজেলায় কল্যানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জীব চন্দ্র দে কে সন্মাননা স্মারক ও পুরষ্কার বিতরন করা হয়। এ কৃতিত্ব অর্জন করায় কল্যানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জীব চন্দ্র দে চাঁদপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, সহকারী পরিচালক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা মেডিকেল অফিসার সহ কল্যানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কর্মরত সকল কর্মচারী ও মাঠকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।