মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

মা-মেয়ে প্রতিষ্ঠাতা সভাপতি!
নারীকণ্ঠ প্রতিবেদক ॥

চাঁদপুর শহরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের শাখা ও যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি (চার্টার প্রেসিডেন্ট) হয়েছেন রহিমা বেগম কল্পনা ও তার মেয়ে তাহমিনা আক্তার সায়মা। রহিমা হচ্ছেন চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সায়মা হচ্ছেন এই ক্লাবের স্পন্সরকৃত যুব সংগঠন চাঁদপুর হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

রহিমা বেগমের নেতৃত্বে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব সংগঠিত হয় এবং তৎকালীন রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশ-এর জেলা গভর্নর আতাউর রহমান পীরের বদান্যতায় ২০২০ সালের ২১ মার্চ রোটারী ইন্টারন্যাশনাল থেকে অনুমোদনস্বরূপ চার্টার সার্টিফিকেট লাভ করে। যেটি চাঁদপুর শহরে ৩০ বছর পর তৃতীয় রোটারী ক্লাব প্রতিষ্ঠার বিষয়টিকে টেকসই করে। উল্লেখ্য, চাঁদপুর শহরে চাঁদপুর রোটারী ক্লাব ১৯৭০ সালে এবং এই ক্লাবের স্পন্সরে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব ২০ বছর পর ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। তারপর ৩০ বছর পর ২০২০ সালে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব চার্টার সার্টিফিকেট পাওয়া ছিলো চ্যালেঞ্জিং বিষয়। কেননা চাঁদপুরের পুরানো দুটি রোটারী ক্লাব নূতন এ ক্লাবটিকে স্পন্সর করেনি। এমতাবস্থায় জেলা গভর্নর তাঁর বিশেষ ক্ষমতাবলে চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাতকে অ্যাডভাইজার এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি মফিজ উদ্দিন সরকারকে অর্গানাইজার করে এই ক্লাবটির চার্টার পেতে ব্যতিক্রম ও স্মরণযোগ্য দায়িত্বপালন করেন।

এক বছর পরই এই ক্লাবের স্পন্সরে যুব সংগঠন হিসেবে তৎকালীন গভর্নর ড. বেলাল ইউ আহমেদের বদান্যতায় চাঁদপুর হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাব রোটারী ইন্টারন্যাশনাল থেকে চার্টার সনদ লাভ করে, যার চার্টার প্রেসিডেন্ট তাহমিনা আক্তার সায়মা, যিনি হিলশা সিটি রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রহিমা বেগমের কন্যা। সায়মা খুবই সুনাম ও সক্রিয়তার সাথে পরিচালনা করে চলছে তার ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়