মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর কণ্ঠের লোক হিসেবে এখনো অনেকে চেনে

মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী
চাঁদপুর কণ্ঠের লোক হিসেবে এখনো অনেকে চেনে

আমার ২০ বছরের অধিক সাংবাদিকতার জীবনে কয়েকটি পত্রিকায় নিয়োজিত থাকলেও দৈনিক চাঁদপুর কণ্ঠে সম্পৃক্ত থাকায় এখনো আমাকে কণ্ঠের আলমগীর হিসেবে অনেকে চেনে। মানুষের জীবনে স্মরণীয় দিনগুলো জন্ম, মৃত্যু ও বিয়ে। এই পত্রিকায় কর্মরত থাকাবস্থায় ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসি। বিয়ের আগের দিন হলুদ সন্ধ্যায় পুরাণ আদালত পাড়াস্থ নিজের বাসায় চাঁদপুর কণ্ঠের সহকর্মী ভাইয়েরা আমাকে নতুন জীবনের জন্যে শুভ কামনা স্বরূপ ফুলেল শুভেচ্ছা জানান। এই শুভেচ্ছা ও ভালোবাসায় আমি আবেগাপ্লুত হয়ে যাই, আর ভাবতে থাকি এ যেন আমরা চাঁদপুর কণ্ঠ পরিবার।

দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, পিএইচএফ ও প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ। তাঁরা দুজনেই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সফল সংগঠক। আমিও এই পত্রিকার সাথে যুক্ত থাকায় সাংবাদিকতার পাশাপাশি দক্ষ সংগঠক হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।

আমি একজন ব্যবসায়ী, সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক। আমি এই বহুল প্রচারিত পত্রিকার ৩০ বছর পূর্তিতে সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। পাঠকপ্রিয়তার শীর্ষে থাকে দৈনিক চাঁদপুর কণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

লেখক : সাবেক চীফ ফটোগ্রাফার ও রিপোর্টার, দৈনিক চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়