প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিভাগীয় সম্পাদকের কথা
আসসালামু আলাইকুম। একদা আমাদের দেশের শ্লোগান ছিলো ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়বো। এই ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে বাঙালি জাতিকে। বাঙালির ন্যায্য আন্দোলনকে দমাতে ইন্টারনেট বন্ধ করে মানুষের বাক্সবাধীনতাকে হরণ করে সারাদেশে নিষ্ঠুরভাবে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা তো এমন ডিজিটাল বাংলাদেশ চাই না, যে ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে হাজার হাজার কোটি টাকা অপচয়, দুর্নীতি করা হয়েছে। আজকের ছাত্র-জনতা চায় ‘নতুন বাংলাদেশ’ গড়বে। যে বাংলাদেশে তথ্য প্রযুক্তির সত্যিকার বিকাশ ঘটবে, মেধাবীদেরকে সহযোগিতা করা হবে, যাতে অন্যান্য দেশের ন্যায় তথ্যপ্রযুক্তিতে আমরা সবার চেয়ে এগিয়ে থাকতে পারি।
আমরা কীভাবে আজকের তথ্য-প্রযুক্তির যুগে নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে যাবো--এসব বিষয় নিয়ে আজ আমাদের তথ্য-প্রযুক্তির পাতার আয়োজন। আশা করছি এই আলোচনার মাধ্যমে উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, দেশকে এগিয়ে নিতে সঠিক নীতি ও বিশ্বাসের সাথে এগিয়ে যাক বাংলাদেশ--এই প্রত্যাশা রইলো। তথ্য-প্রযুক্তির জানা-অজানা নিত্য-নতুন বিষয় নিয়ে আপনিও লেখা পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ই-মেইল : [email protected]
-মিজানুর রহমান রানা, বিভাগীয় সম্পাদক।