বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০

স্মার্টফোনের ক্ষতিকর অ্যাপ সম্পর্কে জানাবে গুগল
তথ্যপ্রযুক্তি কণ্ঠ ডেস্ক ॥

স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করেন নিয়মিত। এমনকি যখন যেটা দরকার প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছেন। তবে এর মধ্যে অনেক অ্যাপ আছে যেগুলো ফোনের জন্যে ক্ষতিকর। এখন গুগল আপনাকে জানিয়ে দেবে কোন অ্যাপ ভালো আর কোন অ্যাপ খারাপ।

অ্যান্ড্রয়েড ফোনে সাইডলোড অ্যাপ ব্যবহার করতে দিতে এতোদিন নারাজ ছিল গুগল। এই নিয়ে ব্যবহারকারীদের একাধিক বার সাবধানও করেছে তারা। সাইডলোড অ্যাপের অর্থ হল থার্ড পার্টি অ্যাপ। এখন থেকে অ্যান্ড্রয়ডে সাইডলোড অ্যাপ স্ক্যান করবে গুগল।

গুগল প্লে-স্টোর থেকে অনেকেই বিভিন্ন কারণে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেন। যা ফোনের জন্য খুবই ক্ষতিকর। অনেক সময় এসব ভুয়া অ্যাপ থেকে ম্যালওয়্যার ছড়ায় হ্যাকাররা। এরপর ফোনের ব্যক্তিগত নানান তথ্য হ্যাক করে। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় অনেককে।

এখন এসব সাইডলোড অ্যাপ ব্যবহার নিরাপদ কি না, তা-ও জানাবে গুগল। তবে অনেকে মনে করছেন যে, এভাবে সাইডলোড অ্যাপের উপরেও গুগল নিয়ন্ত্রণ নিতে চায়। এক বার কিংবা দু’বার শর্ত লঙ্ঘন করলেই আর অ্যাপে অ্যাক্সেস করা যাবে না। তবে সাইডলোড অ্যাপ স্ক্যান করতে পারলে গুগল অনেক ম্যালওয়্যার বাদ দিতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়