প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আস্সালামু আলাইকুম। আধুনিক ডিজিটাল প্রযুক্তির যুগে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য ভারত চাঁদের মাটি স্পর্শ করেছে। এর পূর্বে চাঁদে সফল অবতরণ করেছিল মাত্র তিনটি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত। এর ফলে শুধু অর্থনৈতিক নয়, ভারত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতিও অর্জন করছে।
ভারতের চন্দ্রাভিযানের ফলে চাঁদের দক্ষিণ মেরুর এই এলাকাটিতে পানির চিহ্ন পাওয়া গেছে। চাঁদে পানি ও বরফ খুঁজে পাওয়া হবে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটি বিশাল মূল্যবান সম্পদ। ২০০৯ সালে ইসরো চন্দ্রযান-১-এর তথ্য অনুসন্ধানে চাঁদের পৃষ্ঠে পানি শনাক্ত করেছিল। পানির উপস্থিতি ভবিষ্যতে চাঁদে যাওয়ার আশা জাগায়। পানির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে সরঞ্জামগুলোকে শীতল করতে ও অক্সিজেন তৈরি করা যেতে পারে। মহাসাগরের উৎস সম্পর্কেও জানা যেতে পারে, এই যে প্রযুক্তির শক্তি, মেধা খাটিয়ে চাঁদে গিয়ে নানা তথ্য আহরণ করা এটাই হচ্ছে তথ্য ও প্রযুক্তির আধুনিক শক্তি। এই শক্তি কাজে লাগিয়েই কিছু কিছু রাষ্ট্র উন্নত পর্যায়ে পৌঁছে গেছে, যা থেকে আমরা যোজন যোজন দূরে পড়ে আছি। আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীরা আজ চলে যাচ্ছে দেশের বাইরে, সেখানে গিয়ে অন্য রাষ্ট্রগুলোতে তাদের মেধা ও শ্রম বিক্রি করে ওই সব দেশকে আরো উন্নত করছে। তাই আমরা আশা করবো, নিজের দেশকে আলোকিত করার জন্যে আমাদের মেধাবী সন্তানদেরকে এই দেশেই কাজের পরিবেশ বিনিয়োগ করা হোক।
প্রিয় পাঠক, তথ্য-প্রযুক্তির জানা-অজানা নিত্য-নতুন বিষয় নিয়ে আপনিও লেখা পাঠাতে পারেন আমাদের কাছে। লেখা পাঠানোর ইমেইল : [email protected]
-মিজানুর রহমান রানা, বিভাগীয় সম্পাদক।