প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০
সুখের সাজানো সোনার
একটা সংসার
ভেঙ্গে হলো খানখান
সব হলো ছন্নছাড়া।
সুখের সাজানো সোনার
সেই সংসারে
ছোট্ট ফুল ফোটে ছিল
নাম ছিল তার অপ্সরা প্রিয়ান্তু।
সুখের সাজানো সোনার
সংসারের একটা ফুল
মনিকা মুক্তা ছিল তার
মা-বাবার দেয়া নাম।
সংসার জীবন শুরু করে
উনিশ শত সাতানব্বই
দশ বছরের সংসার জীবন
তছনছ করে দেয় মোস্তফা।
সুখের সাজানো সোনার
সেই সংসার বাগান
ফুটে ছিল ছোট্ট একটা
প্রিয়ান্তু নামের ফুল।
সুখের সাজানো সোনার
সেই না সংসার
হলো ধূলির মতো
কোথায় হারালে প্রিয়ান্তু।
সুখের সাজানো সোনার
ফুলের বাগানের মতো সংসারে
মোস্তফা হলো কাল সাপ
মুক্তা সনাতন ছেড়ে হলো মুসলিম।
বাতাসে ভেসে খবর আসে
মুক্তা আজ ফাতেমা বেগম
প্রিয়ান্তু দাস আজ মিথিলা
কাছে থেকেও আজ অচেনা।
প্রিয়ান্তু আজ অনেক বড়
মিথিলা নামে পরিচিত
দশ ক্লাসে পড়ে সে
সিদ্ধেশ্বরী বালিকাতে।