শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০

তারবিহীন সংযোগ

তাসমিয়াহ রহমান দিপা

অনলাইন ডেস্ক
তারবিহীন সংযোগ

কারো দিকে বার বার তাকাতে ইচ্ছে করে,

ইচ্ছে করে জিজ্ঞেস করি কেমন আছো?

ফেবুতে ঢুকলেই-

সে অ্যাকটিভ আছে কি না জানতে মন খোঁচায়;

অ্যাকটিভ দেখলে কেমন যেন মন করে উঠে-

বাম পাশের কোথাও যেন কম্পন বেড়ে যায়।

তার আইডি বার বার সার্চ দিয়ে দেখতে মন চায়;

মন চায় পোস্টে সব লাভ রিয়েক্ট দিই।

কিন্তু কী ভেবে যেন দেয়া হয় না!

তার আইডির সব কমেন্ট আমার মুখস্ত,

সব কবিতা আমার পড়া হয়ে গেছে।

কথা হইনি কখনো-

দেখাও হওয়ার সম্ভাবণা ক্ষীণ।

তবুও আমি মিস করি

তারবিহীন সংযোগ প্রেম করে যাচ্ছি-

হয়তো এই প্রেম ফুরোবে না

বছর থেকে বছর।

বেশ ভালোই তো যাচ্ছে এই প্রেম

আমাদের তারবিহীন সংযোগ।

মন জানতে ইচ্ছে করে-

অনুভবে, নিঃশ্চুপ এই প্রেম;

তোমাকে কি ছুঁতে পেরেছে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়