শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০

রাত্রি
অনলাইন ডেস্ক

তোমার সমস্ত কালো মেঘ

যদি ঢেকে দিতে চাই আমি,

তবে কি দিবে আমায়

তোমার হাতখানি।

বৃষ্টির শতসহস্রোর জলকণা যদি জেগে চেতনা

তুলিতে আঁকড়ে ধরতে চাই তোমায়,

রাত্রি, তোমার নৈঃশব্দ্যের সৌন্দর্য

আঁকতে দিবে কি আমায়?

মনে পড়ে সেই বিকেলের কথা

শরতের আকাশে দেখা হয়েছিলো

কোনো এক চার দেয়ালে

তুমি এসে এক মায়াবী হাসি দিলে।

রাত্রি সেদিন তোমায় দেখেই

এক কিশোর স্বপ্ন দেখবে বলে

খোলা জানালায় দিকে তাকিয়ে ভাবে

এই রাত্রি যদি হতো আমার তরে।

জীবনের কথা বলে না তো কেউ কোথাও

বলে তো তোমার পাশে আছি

বলে না তো প্রেম, সুন্দর, সত্য হও

বলি তো মন সুন্দর তাই তোমায় ভালোবাসি।

তাইতো জীবন খুঁজতে গিয়ে পেলাম তোমার দেখা

পথ একা হেঁটেছিলাম বহু বছর কবিতার খাতা নিয়ে,

হঠাৎ তোমায় খুঁজে পেলাম

বলো তার ভালোবাসা ঢেকে দিবে কী দিয়ে।

নীল সাগরের জলকেলি প্রিয় তোমার সাথে

ঘুমের ঘোরেও তোমার সাথে খুনসুটিতে মাতে,

দক্ষিণা বাতাস ফিসফিসিয়ে ভালোবাসা জানায়

এই কিশোর উড়ে বেড়ায় তোমার মনের দরজায়।

তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়

কেয়া পাতায় নৌকা ভাসি ভীষণ অবেলায়

সাগরে ভাসিয়ে দিবো তোমার সকল শূন্যতা

তোমার মাঝে আমার আছে সকল পূর্ণতা।

*পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়