প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
মোখলেছুর রহমান ভুঁইয়া
আমি রোজ রোজ অভিমান করি
পান থেকে চুন খসলেই অভিমানের পালা
গুটি অভিমান পকেটে গুছিয়ে রাখি,
অন্যসব নিমিষেই পদধূলীত
অভিমানের মুখাভিনয়
হয় তুচ্ছ, না হয় বেপরোয়া
অভিমানী মন ছুঁয়ে দেখে না পুরোনো পাতা
গাঁ সয়ে গেছে
অভিমানের অভিযোগগুলো ডায়েরিবিহীন
এতসব ফিরিস্তির পরেও
সেই দিনের অভিমান
আমি ভুলতে পারব না
‘যদিও তুমি ছিলে- অধরা।