শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০

সে ভালো থাকুক

সে ভালো থাকুক
যারীন ইয়াসমিন

প্রতিদিন দেখি সে অবহেলার জোয়ারে

আমাকে ভাসায়,

আমি তাই ক্লান্তির ছলে বসে থাকি

সেই জোয়ারে ভাসার অপেক্ষায়।

কেন যে এতো ক্লান্ত আমি! জানি না তা,

নিজের অভিব্যক্তি কাউকে বুঝানোর চেষ্টা

করাই বৃথা।

এ প্রচেষ্টা মিছে বড়, মিছে দুনিয়ার সকল মায়া,

কেনো যে মানুষ বারবার বলে উঠে,

‘আমি থাকতে চাই হয়ে তোমার কায়া।’তা বুঝে আসে না।

দিনশেষে সবাই হারায়, কেউ থাকে না তো পাশে,

যে যার জীবন নিয়ে দিব্যি খুশিই তো আছে।

জ্যোৎ¯œা রাতে কত সহ¯্র প্রতিশ্রুতিরা করেছে সরবর,

অমাবস্যার রাতও ভুল করেনি করতে হট্টোগোল।

ফেলে আসা অতীত যে বড়ই রঙিন,

তা মনে পড়লে নিজেকে মনে হয় অত্যন্ত শৌখিন।

ভেঙে চুরমার হয়ে যায় তিলে তিলে সাজানো রাজপ্রাসাদ,

মনতো চায় দিয়ে দিতে সব মায়ার বাঁধন থেকে তাকে অবসান।

কত যে নিভেছে শখের বশে জ্বালানো

সন্ধ্যাপ্রদীপের আলো,

অবসান দিয়ে দিলে সবাই যদি মুক্তি পায়

তবে আমি চাই সে থাকুক ভালো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়