শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০

ভিন্ন গ্রহের নারী

ভিন্ন গ্রহের নারী
রাইসুল এইচ চৌধুরী

তোমার আকাশি শাড়ির

গোলাপি আঁচলে;

দিশেহারা সমীরণ হয়ে

বার বার উঁকি দেয়

উর্বর সতেজ ভালোবাসা,

কপোলের তিলে, আগন্তুক

উতলা যৌবন, চোখ বুজে

ডেকে যায় ভোরের সারস হয়ে,

ক্ষণজন্মা শিশিরের ন্যায়;

তোমার স্পর্শে কাঁপে, দক্ষিণা জানালা

ওলট-পালট হয় তামাম পৃথিবী,

তোমার চুলের নেশায় যাযাবর ধরণী

পানকৌড়ির ডানার ন্যায় খুঁজে পায়

মিষ্টি আদরমাখা ফণীমনসা।

তোমার অবয়বের চিরল বাঁকে

অহর্নিশি ঢেউ তোলে বেওয়ারিশ পবণ

পদতলে আপ্লূত হয় শিশিরের বিন্দু বিন্দু জলকণা,

তোমার কণ্ঠের জাদু কিযে সুমধুর

হেলেদুলে বৈঠা নেড়ে, সুর তোলে মনমাঝি

ধানের শিষে ঝড় তোলে মেঘমল্লার

তুমি এক ভিন্ন গ্রহের নারী

তুমি এক রূপের দেবি,

আফ্রোদিতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়