প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
ভিন্ন গ্রহের নারী
তোমার আকাশি শাড়ির
|আরো খবর
গোলাপি আঁচলে;
দিশেহারা সমীরণ হয়ে
বার বার উঁকি দেয়
উর্বর সতেজ ভালোবাসা,
কপোলের তিলে, আগন্তুক
উতলা যৌবন, চোখ বুজে
ডেকে যায় ভোরের সারস হয়ে,
ক্ষণজন্মা শিশিরের ন্যায়;
তোমার স্পর্শে কাঁপে, দক্ষিণা জানালা
ওলট-পালট হয় তামাম পৃথিবী,
তোমার চুলের নেশায় যাযাবর ধরণী
পানকৌড়ির ডানার ন্যায় খুঁজে পায়
মিষ্টি আদরমাখা ফণীমনসা।
তোমার অবয়বের চিরল বাঁকে
অহর্নিশি ঢেউ তোলে বেওয়ারিশ পবণ
পদতলে আপ্লূত হয় শিশিরের বিন্দু বিন্দু জলকণা,
তোমার কণ্ঠের জাদু কিযে সুমধুর
হেলেদুলে বৈঠা নেড়ে, সুর তোলে মনমাঝি
ধানের শিষে ঝড় তোলে মেঘমল্লার
তুমি এক ভিন্ন গ্রহের নারী
তুমি এক রূপের দেবি,
আফ্রোদিতি।