শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনের চিত্রাংকন প্রতিযোগিতা

ইতালি প্রতিনিধি ॥
রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনের চিত্রাংকন প্রতিযোগিতা

ইতালিতে বেড়ে ওঠা শিশুদের বাংলা কৃষ্টি- সংস্কৃতি জানান দিতে 'সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন' আয়োজন করেছে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. গোলাম মোস্তফা‘র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং ইতালিয়ান রাজনৈতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সের্জিও স্কালিয়া।

রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের উন্নত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা সংস্কৃতি জানাতে আহ্বান করেন।

সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোস্তফা শিশুদের বাংলা শেখানোর প্রয়োজনীয়তা এবং বাংলা স্কুলের গুরুত্ব তুলে ধরেন বলেন, প্রত্যেক প্রবাসীর উচিত নিজ সন্তানকে মাতৃভাষা ও মাতৃভূমি সম্পর্কে জানানো। এতে করে তারা একটি সুন্দর পরিচয়ে বড়ো হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অতসী সাহা, রেশমা ফারিহা ও আসমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত সহ শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে।

চিত্রাংকন প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা, স্মৃতিসৌধ ও শহীদ মিনারের মত বিষয়বস্তুর ওপর নরম হাতের ছোঁয়ায় শিশুরা ফুটিয়ে তোলে বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসকে।

চিত্রাংকনে বিজয়ী সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কৃত করেন অতিথিবৃন্দ। এছাড়াও সকল শিক্ষার্থীকে দূতাবাসের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়