বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

জার্মানিতে এআইইউবি’র সাবেক ছাত্রদের মিলনমেলা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ॥
জার্মানিতে এআইইউবি’র সাবেক ছাত্রদের মিলনমেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবি- এর সাবেক ছাত্রদের এক মিলনমেলা। দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন তিন শতাধিক সাবেক শিক্ষার্থী। ইউরোপের বিভিন্ন স্থানে কর্মরত এবং অধ্যয়নরত বাংলাদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের এই মিলনমেলা সম্প্রতি ফ্রাংকফুর্টের একটি স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইউরোপের নানা দেশে ছড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা। তাদের অনেকেই নামীদামী প্রতিষ্ঠানে চাকরি করেন এবং অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তবে একটি পরিচয়ে সবাই একাত্মবোধ করেন, আর তা হলো তারা একসময় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবিতে পড়াশোনা করতেন।

উদোক্তারা এই মিলনমেলার নাম দিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইউরোপীয় অ্যালামনাই মিট।

মিলনমেলায় প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন সাবেক শিক্ষার্থীরা। ক্যাম্পাস জীবনের নানা অম্ল-মধুর স্মৃতিচারণ করেন তারা। পুরো আয়োজন যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সারা দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ উচ্ছ্বাস আর পুরানো দিনের নানা কথা আর গল্পে জমে উঠে। অনেক দিন পরে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু সারথিদের পেয়ে সবাই যেন বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় জীবনে ফিরে গিয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদিন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদিন এবং গুগলের প্রথম বাংলাদেশি বিশিষ্ট প্রকৌশলী ও সিনিয়র ডিরেক্টর জাহেদ সবুর।

প্রবাসে মিলনমেলার এই মহতী অনুষ্ঠানটি আয়োজন করবার জন্যে নানা ইভেন্টে দীর্ঘ প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন অনেকে।

তাদের মধ্যে উল্লেখযোগ্য শোহরাব হোসেন, সুজয় পালম, জিকো , দেবজ্যোতি পল, রনি, মুহাম্মদ বাকের, গৌতম সাহা, ফাহিম, ইভান, রায়হান, সৌরভ, রিয়াদ, ওমর ফারুক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়