বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশী

শরীফুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত থেকে ॥
প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশী

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমিরাতের বিভিন্ন অঞ্চলে তৎকালীন সময় মিছিল-মিটিং ও সমাবেশ করেছিলেন।রাজতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ থাকার কারণে আমিরাতের প্রশাসন ৫৭ বাংলাদেশী প্রবাসীকে গ্রেপ্তার ও সাজা প্রদান করে। তৎকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আটককৃতদেরকে সন্ত্রাসী ও উগ্রবাদী বলে অশালীন বক্তব্য প্রদান করেন।

গত ক'দিন আগে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানানোর জন্যে ফোনালাপ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সময় বাংলাদেশ ও আমিরাতের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক দৃঢ় করে গড়ে তোলা সহ আমিরাতে আটককৃতদের নিয়ে কথা বলেন ড. মোহাম্মদ ইউনূস। তাঁর আলাপচারিতার কয়েকদিন পর ৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি কোটা আন্দোলনকারী গ্রেপ্তারকৃত ও সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশীকে ক্ষমার নির্দেশ প্রদান করেন।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস্-এর সূত্রে জানা গেছে,

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজা মওকুফ সহ আরব আমিরাত থেকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়