রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশী

শরীফুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত থেকে ॥
প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশী

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমিরাতের বিভিন্ন অঞ্চলে তৎকালীন সময় মিছিল-মিটিং ও সমাবেশ করেছিলেন।রাজতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ থাকার কারণে আমিরাতের প্রশাসন ৫৭ বাংলাদেশী প্রবাসীকে গ্রেপ্তার ও সাজা প্রদান করে। তৎকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আটককৃতদেরকে সন্ত্রাসী ও উগ্রবাদী বলে অশালীন বক্তব্য প্রদান করেন।

গত ক'দিন আগে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানানোর জন্যে ফোনালাপ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সময় বাংলাদেশ ও আমিরাতের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক দৃঢ় করে গড়ে তোলা সহ আমিরাতে আটককৃতদের নিয়ে কথা বলেন ড. মোহাম্মদ ইউনূস। তাঁর আলাপচারিতার কয়েকদিন পর ৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি কোটা আন্দোলনকারী গ্রেপ্তারকৃত ও সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশীকে ক্ষমার নির্দেশ প্রদান করেন।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস্-এর সূত্রে জানা গেছে,

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজা মওকুফ সহ আরব আমিরাত থেকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়