রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০

স্পেনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সমুদ্র ভ্রমণ ও বনভোজন

সিদ্দিকুর রাহমান ॥
স্পেনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সমুদ্র ভ্রমণ ও বনভোজন

স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন। রোববার (৪ আগস্ট) স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রায় পাঁচশ' কিলোমিটার দূরে স্পেনের উত্তারাঞ্চলীয় স্বায়ত্তশাসিত এলাকা বাস্ক কান্ট্রির সান সেবাস্তিয়ান সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন। প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী ও তাদের পরিবারের সদস্যরা এতে যোগ দেন। তাদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি বড় ধরনের মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা মাদ্রিদের গ্লরিয়েতা এম্বাখাদোরেসে সমবেত হয়ে ভোর ৬ টায় ২ টি বাস ও ক'টি প্রাইভেট কারযোগে রওনা দিয়ে প্রায় ৬ ঘণ্টা পর গন্তব্যস্থলে পৌঁছান। যাত্রার শুরুতে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান সংগঠনের কর্ণধার সায়েম সরকার।

প্রবাসে কর্মব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে দেখা হয় না দীর্ঘ দিন। তাই সবার মধ্যে মেলবন্ধন স্থাপন ও পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে প্রতি বছর বার্ষিক বনভোজনের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি। এবার নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকতে দুপুরের খাবার খান। হরেক পদের মুখরোচক বাংলা খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেঁকুর তোলেন। খাওয়া শেষে তারা লবণাক্ত পানিতে সাঁতার কেটে, হৈ হুল্লোড় করে, হ্যান্ডবল, ফুটবল, হা-ডু-ডু, নারীদের বালিশ খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সময় কাটান। ফুটবল খেলা হয় বালুতে। আনন্দ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। তারা যখন ওই স্থান ত্যাগ করেন তখন সূর্য প্রায় হেলে পড়ে সাগর পাড়ে। ফেরার সময় অংশগ্রহণকারীরা নিয়ম-শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান।

সংগঠনের কর্ণধার সায়েম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুল মিয়া ও সাধারণ সম্পাদক সাকিব আহমেদ। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী, সংগঠনের উপদেষ্টা মিহির আহমেদ, সুমেল চৌধুরী, মাহবুবুল আলম বকুল, শাহ আলী সরকার, রিপন আহমদ, আবুল হোসেন, সোহাগ আহমেদ প্রমুখ। সার্বিকভাবে সহযোগিতা করেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক সুরুজ্জামান মিয়া, সহ-সভাপতি মাঈনুদ্দিন আল ক্বাদেরী ও সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়