প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০
সৌদি আরবের জেদ্দায় শাহরাস্তি প্রবাসী সিরাজুল ইসলামের মৃত্যু
শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের জেদ্দা প্রবাসী সিরাজুল ইসলাম শিমু (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩০ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে জেদ্দায় সড়কের উপরে হঠাৎ করে ঘুরে পড়ে, এমন অবস্থায় স্থানীয় জনতা প্রশাসনকে খবর দেয়, স্থানীয় প্রশাসন এসে তাকে উদ্ধার করে জেদ্দায় সোলেমানিয়া হস্পিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেন। আর মৃতদেহ বর্তমানে জেদ্দায় সোলেমানিয়া হসপিটালের মর্গে রয়েছে। মৃত সিরাজুল ইসলাম শিমুর এক ছেলে এক মেয়ে রয়েছে।
তার মৃত দেহ জেদ্দা দূতাবাসের মাধ্যমে দ্রুত পরিবারের কাছে পাঠানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন। এক বুক স্বপ্ন নিয়ে সিরাজুল ইসলাম শিমু প্রায় তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় কর্মরত ছিলেন।
সিরাজুল ইসলাম শিমুর মৃত্যুতে সৌদি আরব শাহরাসটি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী, উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, সদস্য জয়নাল আবেদীন-সহ সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।