রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০

স্পেন বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

সিদ্দিকুর রাহমান ॥
স্পেন বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে ঘটনাবলির প্রতিবাদে এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন শাখা। সোমবার (২২ জুলাই) বিকেল ৫টায় রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল প্লাজায় তীব্র রোদ্র উপেক্ষা করে শত শত মানুষের ঢল নামে। এ সময় সমাবেশে আসা দলটির নেতা-কর্মীদের মুখ সরকার বিরোধী স্লোগান শোনা যায়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলের নেতা-কর্মী এ সমাবেশ ও মানববন্ধনে যোগ দেন।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পেন শাখার সভাপতি জামাল উদ্দিন মনির এবং সঞ্চালনা করেন যৌথভাবে স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপ বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, স্পেনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, অস্ট্রিয়া বিএনপির সভাপতি নেয়ামুল বশির, সাধারণ সম্পাদক হানিফ ভুঁইয়া, গ্রীস বিএনপির আহ্বায়ক ফারুক মিয়া, যুগ্ম আহ্বায়ক রাসেল তালুকদার, শান্ত সর্দার, পোল্যান্ড বিএনপির আহ্বায়ক শরীফ আব্দুল্লাহ, ফ্রান্স বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ওয়াহিদ চৌধুরী পারভেজ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রাফি, যুগ্ম সচিব মাহফুজুল আলম সোহাগ, সিনিয়র নেতা মইন উদ্দিন, সাইদুল ইসলাম, তারেক আহমদ, ইতালি বিএনপির সিনিয়র নেতা সাব্বির আহমদ, খোকন আহমদ। স্পেন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেমায়েত খান, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, মিল্টন ভূঁইয়া কচি, সোহেল আহমদ সামছু, জাহাঙ্গীর আলম ইব্রাহিম, আব্দুল মোতালেব বাবুল, আকবর শেঠ, আব্দুল আওয়াল খান, ছানুর মিয়া ছাদ, আব্দুল মতিন, মাকসুদ উল্লাহ খোকন, বাবলু খান, পারভেজ মজুমদার, মুহিবুল্লাহ, জাকিরুল ইসলাম জাকি, শহিদুল ইসলাম, জাহিদ হাসান, হুমায়ূন কবির রিগ্যান, খিজির আহমদ, মানিক বেপারী, হারুন মিয়া, আব্দুল মজিদ সুজন, স্পেন যুবদল নেতা কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপার আহমদ, সদস্য সচিব আসাদ আলী, জাসাসের শামীম খান বিপ্লব, বার্সেলোনা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমল আলী, সহ-সভাপতি হারুন মিয়া, প্রধান উপদেষ্টা মাসুক আহমদ, সিনিয়র নেতা খালেদুর রহমান চৌধুরী, শিপলু নিয়াজী, রায়হান উদ্দিন, যুবদল নেতা ফয়সাল মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা হামিদ রুহেলসহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন দেশের কোটা আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ হাড়িয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, প্রিয় জন্মভূমিতে যা ঘটছে তাতে আমরা শোকে মূহ্যমান, বাক্স্তব্দ। সেজন্যে আমরা আজকের ইউরোপের নেতা-কর্মীদের নিয়ে প্রতিবাদ করছি কারণ এ নৃশংসতায় আমরা ভাষা হারিয়ে ফেলেছি।

বিএনপির নেতৃবৃন্দ মানবন্ধন শেষে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস প্লাজার রাজপুত রেস্টুরেন্টে নেতা-কর্মীদের নিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়