প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০
জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়ছে। এ উপলক্ষে দূতাবাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া সহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা-র্মচারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মূল বিষয় ছিলো--শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে দ্যুতি ছড়ানো ক্ষণজন্মা এক নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন একাধারে ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র, দক্ষ সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, নাট্যাভিনেতা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠক ও বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক। তিনি বাংলাদেশের অন্যতম ফুটবল ক্লাব ‘আবাহনী ক্রীড়াচক্রে’র প্রতিষ্ঠাতা। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে শহীদ শেখ কামালকে ১৯৯৮ সালে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়। ২০১১ সালে তাঁকে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভার পরে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদ, মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং বিশেষ করে দেশের মানুষের জন্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ৫ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তিনি শহিদ হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫ আগস্ট বাংলাদেশ সহ বিদেশস্থ সকল দূতাবাসে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়।