সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

ইতালিতে প্রবাসীদের স্বপ্ন পূরণ : ই-পাসপোর্টের যাত্রা শুরু
ইতালি প্রতিনিধি ॥

ইতালিতে বহুল আলোচিত ই-পাসপোর্ট চালু করা হয়েছে। ২৭ জুলাই রোমে বাংলাদেশ দূতাবাসে এর যাত্রা শুরু হয়। এতে প্রবাসীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এ বিষয়ে দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালিতে ২৭ জুলাই ২০২৩ বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।

দূতাবাসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিন দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম ও সার্ভার সফলভাবে স্থাপন করে পরীক্ষামূলক এনরোলমেন্ট সম্পন্ন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে ৬জন আবেদনকারীর মধ্যে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্ট সেবা চালুর জন্যে উপস্থিত সেবাগ্রহীতাগণ বেশ সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দূতাবাসকে অনেক ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়