শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০

জার্মানিতে শাবিপ্রবির প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

জার্মানিতে শাবিপ্রবির প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ॥

জার্মানির স্টুটগার্ট শহরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর প্রক্তন ছাত্রদের এক জমজমাট পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্টুটগার্টের এই অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহরে কর্মরত এবং অধ্যয়নরত প্রায় দেড় শতাধিক সাবেক সাস্টিয়ান মিলিত হয়েছিলেন। দীর্ঘ দিন পর ক্যাম্পাসের সাবেক বন্ধুদেরকে পেয়ে আনন্দিত ছিলেন সকলে।

দুই দিনব্যাপী এই মিলনমেলায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, সাস্টিয়ান আড্ডাসহ নানা আয়োজন। এবারের এই মিলনমেলার তত্ত্বাবধানে ছিলেন জার্মান ফেডারেল নিউক্লিয়ার প্রতিষ্ঠানে কর্মরত পরমাণু বিজ্ঞানী ড. নিধু লাল বণিক এবং সমন্বয়ক ও সংগঠক গোলাম হাফিজ খানসহ সাবেক সাস্টিয়ানরা। এছাড়া উপস্থিত ছিলেন সাস্ট জার্মানির ফাউন্ডার মেম্বার ড. কামরুজ্জামান তুপা এবং বিশ্বজিৎ গোস্বামীসহ অনেকে।

অনুষ্ঠানে ছিলো সকলের জন্যে টি-শার্টসহ নানা উপহারের ব্যবস্থা। ড. নিধু লাল বণিকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক স্বতঃস্ফূর্ত আড্ডায় সকলে অংশগ্রহণ করেন। সেখানে ক্যাম্পাস জীবনের নানা স্মৃতিচারণ করেন সকলে। কিছু সময়ের জন্যে অনুষ্ঠানটি যেনো হয়ে উঠেছিলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো এক্স সাস্টিয়ানদের সন্তানদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানে এক্স সস্টিয়ানরা জানিয়েছেন, কর্মব্যস্ত জীবনের একঘেঁয়েমি কাটানোর জন্যে এবং পুরানো বন্ধুদের সাথে একত্রিত হওয়ার জন্যে তারা এই পুনর্মিলনী আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে পরবর্তী সময়ের জন্যে মামুনুর রশিদকে সভাপতি, রবিউল হোসেনকে সহ-সভাপতি এবং রাজশ্রী রায় রাজুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়