শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

অনলাইন ডেস্ক
সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

অপ্রস্তুত আমি

আমাকে ভেঙ্গে ভেঙ্গে গড়েছি আমি,

কিছু বলতে চেয়ো না আমায়

আমি প্রস্তুত নই ।।

যুগের তপস্যা করে

দহনের সাথে ইতি ঘটিয়েছি।।

দগ্ধ শরীরে, মনের ক্ষত সামান্য টান ধরেছে ,

কিছু বলতে চেয়ো না আমায়,

একেবারেই আমি প্রস্তুত নই ।।

কতোবার আবেগ অনুভূতিকে

তোমার দু চোখের তাড়নায় জলাঞ্জলি দিয়েছি !

অন্ধকার নিশীথে,

তোমার দ্বিচারিণী ছায়া আমায় সন্ত্রস্ত করেছে,

কাউকে বলতে পারিনি !

যেখানে আমার ভালবাসার গভীরতা

সেখানে

এখনো তোমার আবছা কায়া !

একটা মুছে ফেলার রংতুলি

বড় বেশি প্রয়োজন।

আমার আরাধ্য, আমার ভালবাসা

তোমার কাছে বার বার

কী নিদারুণ অসমীচীন করে তুলেছে আমায়।

তবুও কী যেনো বলতে আসো,

চাও, বাঁকা চোখের চাহনিতে।

স্বপনের রাত্রিতে আসো বর্ষণের পায়ে পায়ে !

দোহাই লাগে,

এবার ক্ষান্ত হও

কিছু বলতে চেয়ো না আমায়, আমি প্রস্তুত নই ।।

রচনাকাল : ১৩.০৮.২০২১।

সেথায় তোমার ভালবাসার খুনসুটি

তুমি দূরে কোথাও আছো, হবে হয়ত আমার সীমান্তের খুব কাছাকাছি।

তাই তো

নিঃশ্বাসটা জেগে আছে আমার।

দ্যাখো,

মুখ তুলে তাকানো দীপশিখাটি, কী করুণ চাহনিতে কী যেন একটা ব্যক্ত করে যায়।

তার

কাছ থেকে চেয়ে নেই

তোমাকে ভালবাসার দম ফুরাবার দম।

পিরিতির বৈরী ঝড়

আমাকে চোখ রাঙিয়েছে নিশিদিন।

তবু আমি হেরে যাইনি আমার নির্জন বাতিঘরে।।

তুমি দূরে কোথাও আছো, হবে হয়ত আমার সীমান্তের খুব কাছাকাছি।

আমার মাঙ্গলিক দীপ

তোমার সকল অশুভ অন্ধকার

মুছে দিবে

আমি বাতাসে তারই বার্তা পাই।

তুমি আছো

ঝাড়বাতির আলোয়।

সুখের অবগাহনে

রূপের মহিমায়।

সেথায় তোমার নিত্য প্রেম।

সেথায় তোমার খুনসুটি।।

আমি, ভালবাসায় জন্ম থেকে নেয়া অতৃপ্ত অনুরাগী।

তোমাকে ভালবাসা দেবার

নিঃশ্বাসটুকু রেখেছি দীপশিখার সলতে হয়ে।

তুমি দূরে কোথাও আছো

যেমন করে থাকে

আমার সীমান্ত পাড়ের বসন্তের পাখি।।

রচনাকাল : ১৬.০৯.২০২১।

কাল চলে...কালের গতিতে

জীবন আমাকে ক্ষণিক সুখ দিয়েছিলো,

তাই আমি সুখী।

এ জগতে আপনকে দেখেছি আপনার মতো চলে যায় উড়ন্ত পাখির ডানায়।

একদিন সবাই ছিলো আমার আকাশের নীলিমায়।

সেখানে বসন্ত ছিলো, ছিলো পৌষপার্বণ

ছিলো ঘুড়ি উড়ানো উৎসব, নতুন দিনের গলায়া মেলা।

ভরা যৌবনের দুয়ারে অষ্টাদশীর লুকোচুরি ঈশারা,

আহা.....ভালবাসার কী বিমূর্ত চঞ্চলতা!

এমন সুখের স্মৃতিতে দু চোখের কোণ ভিজে উঠে

মূক শাবকের মতো।

আমি যেন নিঃসঙ্গতার ক্রীতদাস। আমি যেন সুখের কালপুরুষ।।

মনুষ্য জনমে

আমি সময় কে অভিযুক্ত করিনি !

কাল চলে...কালের গতিতে

আর,

সুখের বাহনে,

আমি চলেছি বৈঠা হাতে, বহমান যমুনার বুকে...।।

রচনাকাল : ০৯.০৯.২০২১।

সহাস্য বদনে ঢুকে পড়ে বসন্ত সমীরণ

আমি হৃদয়ের নিয়ম ভেঙ্গে ভালবাসি, তাই অসহনীয় গ্রীষ্মকেও ফাগুন বিকেল মনে হয়।

আমি দুঃখকে ফিরিয়ে দেই, পুনরায় ভালোবাসবো বলে, মাটির সাথে মিতালী করি

প্রকাণ্ড চাপ যেন আমায় নত না করে

আমি উড়ি উন্মত্ত ঝড়ে

সমুদ্র তলদেশের মতো ফুঁসে উঠে আমার বিভোর কান্না।

আমার লাল-নীল বেদন রঙধনু ছাড়া কেউ বুঝে না

প্রজাপতির মতো স্বপ্ন গুলো হারিয়ে যেতে চেয়েছিলো বহুবার।

ভেবেছিলাম আর হয়তো স্বপন দেখা হবে না, আর গড়বো না প্রেমের সমৃদ্ধ প্রাসাদ

আর কুর্নিশ করবো না চাঁদের মুখ, নিরন্তর অভিমানে চলে যাবো সুদূর প্রসারে

যেখানে আমি আর অমানিশা পাশাপাশি থাকি

তব্ওু, পড়ন্ত বেলায় খুলে যায় হৃদয়ের খিড়কি। সহাস্য বদনে ঢুকে পড়ে বসন্ত সমীরণ।

কে যেন পা রাখে মনের ঘরে, হৃদয়ের নিয়মনীতি লুটিয়ে যায়, ভেঙে পড়ে।

আমি দুঃখকে ফিরিয়ে দেই, পুনরায় সবুজ হবো কাক ডাকা ভোরে.....।।

রচনাকাল : ১২.০৮.২০২২।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়