শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০

শুভ কামনায়

মুহাম্মদ আরিফ বিল্লাহ
শুভ কামনায়

তুমি একটি পত্রিকা।

একবিংশ শতাব্দীতে তোমার বয়স ত্রিশ,

সগৌরবে পথচলার তোমার রয়েছে অনেক অধিকার।

তোমার নির্ভীক কর্মীরা পথে প্রান্তরে ছুটে চলে

তোমাকে সাজাবে বলে।

তুমি উদ্বুদ্ধ করো তোমার সাহসী কর্মীদের

সমাজের চিত্র তুলে আনতে।

তোমার দিকে তখন তাকালেই পুরো চাঁদপুর দেখা যায়

মেঘনা পাড়ের এক বিশাল দর্পণ।

তুমি গর্জে উঠো অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহীসম।

তোমার হুঙ্কারে ভয় পায় নিশাচর, আশা জাগে হৃদয়ে মম।

তোমার পাতায় স্থান পায় শিক্ষাঙ্গনের কষ্ট-সাফল্য-সম্ভাবনা।

অবহেলিত নিপীড়িত জনতার আকুল আর্তনাদ।

সাফল্যগাথা শত আলপনা ধারণ করো তুমি।

শুভ সংবাদে আলোড়িত হয় হাজারো মনের কল্পনা।

তুমি একটি নাম, একটি আন্দোলন

সামাজিক দায়বদ্ধতা থেকে কতো কিছুই না করো।

তুমি দেশসেরা গোছানো কথার কারখানা তৈরি করেছো।

বাগ্মিতার চতুরঙ্গে তারা আজ অনেক রঙ্গিন।

দেশের মাঝে চাঁদপুর আজ একটি উজ্জ্বল নাম।

একজন সাদা মনের মানুষ, এক ঝাঁক সাদা পালক নিয়ে তোমাকে সাজায়।

অকৃপণ হস্ত প্রসারিত থাকুক, শুভ কামনায়

তুমি চাঁদপুর কণ্ঠ এগিয়ে যাবে বহু দূর, এক অনন্য উচ্চতায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়