প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০
কবরস্থান
হাফেজ রেজাউল করিম
ঐ দেখা যায় কবরস্থান
ঐ আমাদের ঘর।
ঐ খানেতে থাকতে হবে,
সারা জীবন ভর।
ও কবর তুই চাস কি?
টাকা পয়সা নিস কি?
ঘুষ আমি খাই না,
মুমিন বান্দা পাই না।
একটা যদি পাই,
অমনি তাকে জান্নাতে পাঠাই।
হে আল্লাহ আপনি আমাদেরকে
মুমিন বান্দা বান্দী হিসেবে কবুল করুন। -আমিন।