বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০

আস্তিক
অনলাইন ডেস্ক

ইহকাল ইহকাল থাকবে কি চিরকাল?

মুসলিম হিসেবে আসল যে আমাদের পরকাল।

পরকালে কি বিশ্বাস আছে ওহে মুসলিম?

থাকলে আস্তিক, না হয় তুমি নাস্তিক আর জালিম।

আস্তিক হলে লাভ যে আমার নাস্তিক হলে নয়,

পরকালে আস্তিকের হবে যে বিজয়।

চলে তো যেতেই হবে পরকালে,

সময়টা সীমাবদ্ধ শুধু আজ আর কালে।

আমি যদি পরকালে চলে যাই এখনই,

আমার জন্যে কেয়ামত হবে শুনে রাখো তখনই।

কবরের প্রথম দিনটা হবে কি সুদিনের?

আসলে কথাগুলো শুধু আমার ঈমানের।

ঈমান-আমল যদি থাকে মজবুত,

ইনশাআল্লাহ আসবে অসীম সুযোগ।

ওই সুযোগে নিবো জান্নাতের সুবাস

সাথে আবার পাবো জান্নাতেরও আভাস।

ফেরেশতারা দিবে সীমাহীন অভিনন্দন

তখন মনে হবে ইহকালের কষ্ট সার্থক।

ফেরেশতারা বলবে থাকো তুমি ঘুমিয়ে,

ইসরাফিলের শিঙ্গার ফুঁতে জাগবে তুমি হাশরে।

আমি বলবো একটু দুনিয়াতে উঁকি মেরে আসি,

এসে দেখবো আমায় ছাড়া সবাই হাসি খুশি।

ফিরে এসে কবরে ঘুমিয়ে আমি থাকবো,

রোজ হাশরে প্রভুর সামনে হাজিরা দিতে জাগবো।

প্রতিটি মুসলিমের থাকুক এ রকম আশা,

তাহলে থাকবে না আস্তিকের মনে হতাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়